Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ঐতিহ্য

চক্রধা ইউনিয়নের প্রাচীনতম গায়েভী মসজিদ হলো আশ্রাফপুর গায়েভী জামে মসজিদ। প্রাচীন রাজা শাষন আমলে এই মসজিদটি স্থাপত্য হয় । এই মসজিদের পাশে এখনও সাতটি কবর বিদ্যমান যারা এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং যারা এই ঐতিহ্যবাহী মসজিদে নামাজ আদায় করত। এখনও সেই ঐতিহ্যবাহী মসজিদটি বিদ্যমান রয়েছে মানুষ নামাজ আদায় করছে।  চক্রধা ইউনিয়ন টি কৃষি নির্ভর গ্রামীন জনপদ । এখান কার বেশীর ভাগ মানুষ মুসলমান , এ ছাড়াও হিন্দু  ও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। ইউনিয়নে সবচেয়ে বেশী ধান এবং শষ্য ফসল উতপাদিত হয় । এই ইউনিয়নে  এছাড়াও মন্দির রয়েছে।