Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার কার্যবিবরণী

বিভাগ

আলোচনা

সিদ্ধান্ত

বাস্তবায়ন

  

উপজেলা সমাজ সেবা

 

 

 

প্রতিনিধি     

   উপজেলা সমাজ সেবা প্রতিনিধি জানান যে, অত্র ইউনিয়নে বয়স্কভাতাভোগী ৫৮৪  জন ।বিধবা ,,    ,,     ১৬৯  জন । প্রতি বন্ধি ভাতা ভোগী ৪৬  জন ।

স্কুল    ,,         ,,         ১০  জন।

 উপরোক্ত ভাতাভোগীদের ব্যাংক একাউন্ট১০০% হয়েছে।

এ ছাড়া ও অত্র ইউনিয়নে সমাজ সেবা অদিধপ্তর হতে দরিদ্র জন গোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋন দিয়ে থাকে । ইউনিয়নের কয়েকটি গ্রামে অতি দরিদ্রদের মাঝে প্রকল্পের মাধ্যমে কিছু সংখ্যক দরিদ্র জন গোষ্ঠীর মাঝে ক্ষুদ ঋন দেয়া হয়েছে্ যার ঋন আদায়ের হার ৮০%।

ঋন আদায়ের ব্যাপারে সকলের সহযোগিতা

দরকার  ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কাজের গুনগত মান বজায় রাখা

 

 

                   

                     ২

 

 

 

 

 

 উপজেলা সমাজ সেবা প্রতিনিধি

 

 

ম্যারিজ

রেজিষ্টার/

কাজী

            মাওলানা মুসলেহ উদ্দিন জানান যে,অত্র চক্রধা ইউনিয়নে জম্ম নিবন্ধন ছাড়া কোন বিবাহ  রেজিষ্টেশন করা হয় না । বাল্য বিবাহ সম্পুন্ন  বন্ধ। তবে কিছু  কিছু  ক্ষেত্রে সুপারিশ আসে এ গুলো  বন্ধ  হওয়া  দরকার।  এবং অভিভাবক গন সচেতন  হলে একে বারেই বন্ধ হয়ে যাবে ।  এ বাপারে ইউপি চেয়ারম্যান ও সদস্য/ সদস্যাদের সহযোগিতা কামনা করছি ।

বাল্য

বিবাহ

বন্ধ করা

 

 

 মাওলানা কাজী        মুসলেহ উদ্দিন।

কৃষি বিভাগ

                  কৃষি উপসহকারী অফিসার, জনাব,মো:শাহজাহান মৃধা, জানান যে, অত্র চক্রধা ইউনিয়নে ০৬ টি কৃষি ব্লগে ০৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছে্ন। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য ভাল বীজ উৎপাদন, সংরক্ষন, বিভিন্ন প্রকার সার ও কীটনাশক ব্যবহারের কলাকৌশল শিখানো হয় কৃষকদের। পুষ্টির ঘাটতি পূরনের জন্য নানাবিধ সব্জির উৎপাদন ও রান্নার কলাকৌশল শিখানো হয়। সেচের পানির অপচয় রোধের জন্য কাঁচাপাকা নালা তৈরি ও ব্যবহার শিখানো হয়। মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ করা হয়। ফসলের পোকামাকড় ও রোগ বালাই দমনের জন্য প্রশিক্ষন দেয়া হয়। জৈব সার উৎপাদন ও ব্যবহারের জন্য পরামর্শ  দেয়া হয়। বৃক্ষরোপন, পরিচর্যা ও এর উপকারিতা সম্পর্কে ধারনা দেয়া হয়। বিভিন্ন সময় ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া যাবতীয় জাতীয় কর্মসূচীতে সহায়তা করা হয়। ভবিষ্যতে কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে কৃষককে আত্ন সামাজিকভাবে সার্বিক সহায়তা করা অব্যাহত থাকিবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কাজের গুনগত মান বজায় রাখা

 

 

 

                     

                    

                     ৩

 

 

কৃষি উপসহকারী অফিসারগন ।

 

 

 

 

 

 

      

মৎস্য বিভাগ

         ফিল্ড এ্যাসিসট্যান্ট, মৎস্য কর্মকর্তা জনাব, আঃ বাতেন সাহেব জানান যে, বর্তমানে ইলিশ মাছ ধরা, বিক্রয় ,বাজার জাত করন, ইত্যাদি নিষিদ্ধ করিয়া সরকারী সিদ্ধান্তের আলোকে বিভিন্ন হাট বাজার পরিদর্শন  অভিযান, মোবাইল  কোর্ট পরিচালনার  কাজ চলিতেছে। এবং মাছ চাষীদেরকে বিভিন্ন কারিগরী  সহযোগীতা  ও প্রশিক্ষনের ব্যবস্থা  করিয়া আসিতেছে । এবং এ বৎসর এ পযর্ন্ত ৫০০ কেজি, মাছের পোনা বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে ।

কাজের গুনগত মান বজায় রাখা

 

 

 

ফিল্ড এ্যাসিসট্যান্ট, মৎস্য কর্মকর্তা।

 

 

                    

                     ৪

 

প্রানী সম্পদ বিভাগ

            ভ্যাটনারী ফিল্ড এ্যাসিসট্যান্ট জনাব, খোরশেদুজ্জান সাহেব জানান যে, অত্র চক্রধা ভ্যাটনারী ফিল্ড এ্যাসিসট্যান্ট জনাব,                                             

খোরশেদুজ্জান সাহেব জানান যে, অত্র চক্রধা ইউনিয়নে প্রাণী সম্পদ বিভাগ যে সমস্ত কাজ করে থাকে তা নিম্ম রুপ 

১। হাস মুরগির খামারের সঠিক পরিচর্যার ব্যবস্থা করা ।

২। গরু,ছাগল,হাস-মুরগির সঠিক সময়ে টিকা প্রদান করা।

৩। গাভীর দুধ উৎপাদন ও গরু মোটাতাজা করন ও উন্নত জাতের ঘাসের চাষ করার জন্য জনগনকে উৎসাহিত করা।

৪। গবাদী প্রাণীর জাত উন্নয়নের জন্য কৃত্তিম প্রজননের জন্য জনগনকে উৎসাহিত করা।

৫। বার্ড ফ্লু রোগ প্রতিরোধের জন্য জনগনকে উৎসাহিত করা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                    

পরিবার পরিকল্পনা বিভাগ

        পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক জনাব, মিরাজুল ইসলাম জানান যে,অত্র চক্রধা ইউনিয়নে পরিবার কল্যান সহকারীদের মাধ্যমে

নিজ নিজ ইউনিটে  মা্ও শিশু প্রজনন স্বাস্থ্য গর্ভবতী মহিলা মা এবং সক্ষম দম্পতিদের  নিয়ে কাজ করছে ।  যা দেশের অধিক জম্ম হার কে কমিয়ে  অধিক জন সংখ্রার অভিসাপ থেকে দেশ কে রক্ষা করছে   তারা বাড়ী বাড়ী গিয়ে বিনা মূল্যে  এই চিকিৎসা সেবা এবং পদ্ধতির  পরামর্শ দিয়ে থাকেন ।  যা এক জন দম্পতি বা শিশু বিনা মূল্যে ইউনিয়ন  স্বাস্থ্য ও  পরিবার কল্যান কেমদ্র থেকে  পেতে পারেন ।

পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সমূহ

নিম্ম রূপঃ -  খাবার বড়ি,কনডম, ইনজেকশন, আই,উ,ডি, ইমপ্লান, বন্ধাকরন মহিলা/পুরুষ, শিশু স্বাস্থ্য , বিভিন্ন টিকা, প্রজনন স্বাস্থ্য, ইত্যাদি সেবামূলক করে থাকেন। 

কাজের গুনগত মান বজায় রাখা

 

 

 

পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক জনাব, মিরাজুল ইসলাম।

 

                     ৫                 

 

 

 

 

স্বানীয় সরকার

ইউনিয়ন পরিষদ

         চক্রধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আরিফ-উল ইসলাম মৃধা সাহেব,

জানান যে, অত্র চক্রধা ইউনিয়নের টেক্স আদায় সন্তুষজনক নহে। টেক্স আদায় ব্যতীত ইউনিয়নের উন্নয়ন সম্ভব নহে । তাই পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী  নিনগাও নিবাসী জনাব খোরশিদ আলম কে অত্র চক্রধা ইউনিয়নের টেক্স আদায়কারী নিয়োগ করা হইল

তাহাকে টেক্স আদায়কারী হিসাবে সকলে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জনান ।

 

 

 

 

নিয়মিত

টেক্স

আদায়

 

 

 

 

মো:খোরশিদ আলম

পিতা:-কফিল উদ্দিন।

গ্রাম:-নিনগাও

আনসার ভিডিপি

             উপজেলা আনসার ভিডিপি প্রতিনিধি  জনাব, হাবিবুর রহমান জানান যে, অত্র চক্রধা ইউনিয়নের প্রতিটি গ্রামে প্লাটুন তৈরী করা হয়, প্রতিটি প্লাটুনে ৩২জন থাকে তাদেরকে  বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা হয় ।

ভিডিপির সদস্যদের দিয়ে গ্রামের আইন শৃংখলা রক্ষার কাজ করা হয় । দলনেতাগন প্রতি মাসে কম পক্ষে একটি  প্লাটন পরিদর্শন  করে সদস্যদের কে উন্নয়নমূলক কাজে উদ্ভুদ্ধ করে। প্রতি বৎসর পুজা মন্ডপে আইন শৃংখলার কাজে নিয়োজিত থাকে ।  আনসার ভিডিপি সদস্য/ সদস্যাদের দিয়ে  নির্বাচনে আইন শৃংখলা রক্ষার কাজ করা হয় ।  এ ছাড়া ও বিভিন্ন সময় বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের কাজ করে থাকে ।

কাজের গুনগত মান বজায় রাখা

                    ৬

                   

উপজেলা আনসার ভিডিপি প্রতিনিধি  জনাব, হাবিবুর রহমান।

 

                      

স্বাস্থ্য বিভাগ

             স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জনাব , সিরাজূল  হক সাহেব  জানান যে, অত্র চক্রধা

ইউনিয়নের  প্রতিটি সাবেক ওর্য়াডে এক  জন করে  মোট  চার    জন স্বাস্থ্য  সহকারি  মাঠ পর্যায়ে নিয়োজিত আছেন। এবং প্রতিটি সাবেক ওর্য়াডে ০৮ টি করে মোট ২৪টি সাব ব্লক আছে। প্রতিটি সাব ব্লককে সোমবার ও বৃহস্প্রতিবার ৪২দিন - এক বৎসরের শিশুদের  টিকা দেওয়া হয় ।  এবং ১৫ বৎসরু- ৪৯বৎসরের মহিলাদেরকে টি,টি, টিকা দেওয়া হয় । ঐ প্রতিটি সাব ব্লকে সহকারী স্বাস্থ্য কর্মীরা  বাড়ীবাড়ী  গিয়ে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন । এ ছাড়া ও

অত্র চক্রধা ইউনিয়নে ৫টি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক আছে । তাতে প্রতি দিন সকাল ০৯টা  বিকাল ০৩টা পর্যন্ত সর্বসাধারনের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন।

এ ছাড়া ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে যে সমস্ত

 স্বাস্থ্য সেবা দিয়ে থাকে  তা নিম্ম রূপঃ-

 ১। ই পি আই, শিশুদের   ০-  ১১   মাস   ,,         মহিলাদের   ১৫-  ৪৯ বৎসর টিকা দেওয়া হয় ।এবং সাথে সাথে স্বাস্থ্য শিক্ষা  ও দেওয়া হয় ।                          

 

২। এন ,আই, ডি  শিশুদের  ০-  ১১   মাস পোলিও টিকা খাওয়ানো হয় ।

    ০১-  ০৫   বৎসর শিশুদের   ভিটামিন এ

       ক্যাপসুল খাওয়ানো হয় । ০২-  ০৫   বৎসর শিশুদের   ভিটামিন,ক্রিমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয় ।

৩। অত্র চক্রধা ইউনিয়নের প্রাথমিক  বিদ্যালয়ে

বৎসরে দুইবার   ০৬-  ১২বছরের  শিশুদের  

 ক্রিমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয় ।

৪। অত্র চক্রধা ইউনিয়নে ৫টি কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে সপ্তাহে ০৬ দিন নিয়মিত সকাল ০৯ থেকে বিকাল ০৩টা পর্যন্ত সর্বসাধারনের  জন্য বিনা মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় ।

৫। এলাকায় বিভিন্ন রোগ যেমন, ডায়রিয়া, কলেরা,ম্যালেরিয়া, যক্ষা, নিউমোনিয়া, এ,এফ, পি, এ,ই,এফ,আই, হাম, এই সমস্ত রোগী অনুসন্ধান করে চিকিৎসা করা হয়

 

 

 

 

 

 

 

 

কাজের গুনগত মান বজায় রাখা ।

 

 

 

 

 

 

 

                    

স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি

 

 

 

                     ৭

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                    ৮

 

 

 

 

 

 

স্বানীয় সরকার কমিউনিটি অর্গানাইজার 

 

স্থানীয় সরকার বিভাগের কমিউনিটি অর্গানাইজার  প্রতিনিধি  জনাব, মোঃ আলতাফ হেসেন জানান যে, অত্র চক্রধা

ইউনিয়নে ১০ জন  আর,ই,এম.পি,ও  ০৩ জন এল ,সি, এস, মহিলা কর্মী বিভিন্ন রাস্তায় কাজে নিয়োজিত আছেন ।  তাহারা  প্রতি বছর ইউনিয়নের প্রায় ২০ কি,মি, রাস্তা মমেরামত করে  থাকে । 

তাহারা  দৈনিক ৫৪/= বেতন ও ৩৬/=  ব্যাংকে জমা রাখেন । মাস শেষে ১৬৭৪/= টাকা বেতন পান ও ১০৮০/= টাকা ব্যাংকে জমা রাখেন ।  যাতে করে নিজেকে স্বাবলম্বী করে তোলা যায় সে জন্য কাজ শেষে ৫ বৎসর পর   ৭০,০০০/= টাকা  দেওয়া হয় ।

 

 

 

কাজের গুনগত মান বজায় রাখা ।

                   

 

 

 

কমিউনিটি অর্গানাইজার  প্রতিনিধি  জনাব, মোঃ আলতাফ হেসেন ।

 

স্থানীয় পর্যায়ে এন,জি,ও

I R D O

স্থানীয়পর্যায়েএন,জি,ওআই, আর ডি, প্রতিনিধি  জনাব,ফেরদৌসী আক্তার  জানান যে, অত্র চক্রধা ইউনিয়নের এন জি ও  কর্মী  জনাব, মো: রিফাত বিন ইসলাম অনন্ত ভিজিডি প্রশিক্ষক হিসাবে নিয়োজিত আছেন।  ভিজিডি ভুক্তভোগীদের নিয়মিত জীবন দক্ষতা ও আয় বর্ধনমূলক বিষয়ের  উপর প্রশিক্ষণ

দিয়ে থাকেন। এবং তাদের কাজ থেকে মাসিক ৪০।= টাকা  হারে সঞ্চয় আদায় করে

শিবপুর উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা ও

এনজিও কো অর্ডিনেটরের যৌথ একাউন্টে                              কৃষি ব্যাংক, শিবপুর শাখায় জমা রাখা হয়।

সঞ্চয়ী জমাকৃত টাকা ভিজিডি ২০১১-২০১২ চক্রের শেষে  যথা সময়ে ভিজিডি ভুক্তভোগীদের ফেরত দেয়া হবে। ভিজিডি কার্ডের খাবার বিতরণের দিন যাতে  প্রত্যেকে

সুষ্ঠ  ভাবে সঠিক পরিমাণে মাল পান তার

তদারকী ও করেন  ।

 

কাজের গুনগত মান বজায় রাখা

                   

স্থানীয় পর্যায়ে  এন,জি,ওআই,

 আর ডি, প্রতিনিধি  জনাব,ফেরদৌসী আক্তার। 

 

                     ৯