গৌড়ের স্বাধীন নরপতি আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসির উদ্দিন নসর শাহের রাজত্বকালে ৯৩০ হিজরীতে নির্মিত নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর এলাকায় বিরাজমান আছে। মসজিদ সংলগ্ন পাথরে বাধানো ৪টি কবর এখনো বিদ্যমান রয়েছে। মসজিদের উত্তর কোনায় বৃহদাকার একটি দীঘি ছিল, যা কালের প্রবাহে ভরে গেলেও এর অতীত অবস্থানকে সুদৃঢ়ভাবে প্রকাশ করে আসছে। এটি আশ্রাফপুর এলাকার প্রাচীনতম মসজিদ। এলাকার লোকজন এই প্রাচীনতম মসজিদটিকে গায়েবি মসজিদ বলে চিনেন। কারণ এটি আজ থেকে আনুমানিক কুড়ি বছর আগে জংগল পরিস্কার করে আবিষ্কার করা হয়। বর্তমানে কালের প্রবাহে প্রাচীনতম মসজিদটিকে সংস্কার করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস